লাইভে এসে ভোটারদের গালিগালাজ করলেন চেয়ারম্যান প্রার্থী


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১২:৪৩ পিএম
লাইভে এসে ভোটারদের গালিগালাজ করলেন চেয়ারম্যান প্রার্থী
জগদীশ বড়ুয়া পার্থ

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে। জেলা বয়ে যাচ্ছে নির্বাচনী হাওয়া। কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ভোটের প্রতিশ্রুতি না পেয়ে ফেসবুক লাইভে এসে ভোটারদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বাংলাদেশ মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়া পার্থ। জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হলে রোহিঙ্গাদের নেতা হবেন বলেও ভোটারদের হুঁশিয়ারি দেন তিনি৷

শনিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ৭ মিনিটের দিকে ‘মঙ্গল পার্টির’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়ে পড়ছে।

ভিডিওতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জগদীশ বড়ুয়া বলেন, সব ভোটার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। নির্বাচনে হারলে রোহিঙ্গাদের নেতা হবো। তোদের মত ভোটারদের দরকার নেই। যদি আমি পরাজিত হই সরকারবিরোধী কর্মকাণ্ড চালাবো এবং রাষ্ট্রপতি হবো। চেয়ারম্যান যদি না হই রোহিঙ্গাদের পক্ষে কথা বলার মত কেউ নেই তাদের নেতা হয়ে কাজ করবো। একই সাথে টাকায় বিক্রি হওয়া ভোটারদের ছেড়ে রোহিঙ্গাদের নেতা হয়ে যাবো।

এই প্রার্থী আরও বলেন, যদি জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হই তাহলে আগামীতে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেবো। তাও … পৌরসভার মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান পদে আর দাঁড়াবো না। 

এ বিষয়ে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, “নির্বাচন করলে অনেক বাধা বিপত্তি আসবে। নানান মানুষ বিভিন্ন কথাবার্তা বলবেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জগদীশ বড়ুয়া পার্থ। তিনি একটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মুখে এসব অশ্লীল ভাষায় গালিগালাজ মানায় না।”

কক্সবাজার সচেতন নাগরিক আন্দোলনের সদস্য সচিব মোরশেদ আলম বলেন, “ফেসবুকে একজন চেয়ারম্যান প্রার্থীর অশ্লীল ভাষায় কথাবার্তা আলসেই লজ্জার। এটি আমাদের নতুন প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। সমাজের মানুষ কখনই এই ধরনের কুশ্রী কথাবার্তা আশা করে না “

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!