• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০১:৪১ পিএম
র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রবিউল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার তেতুলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার রবিউল ইসলাম বাঘা উপজেলার তেতুলিয়া এলাকার রমজান আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে চারঘাটের ইব্রাহিম আলীর বাসায় কয়েকজন ব্যক্তি উপস্থিত হয়ে র‍্যাব পরিচয় দেন। তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ইব্রাহিমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ও  ২ লাখ টাকা নেন। পরে ইব্রাহীম ওই ভুয়া র‍্যাব পরিচয়দানকারীদের নামে চারঘাট থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৪টার দিকে র‍্যাব-৫ সদর কোম্পানি রাজশাহীর বাঘা উপজেলার তেতুলিয়া বাজারে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!