বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে অংশ নিতে ফেনী থেকে বিএনপি নেতা-কর্মীদের বহনকারী গাড়িবহরে দফায় দফায় হামলা করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানান বিএনপি নেতা-কর্মীরা।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলা উদ্দিন আলাল জানান, বিএনপির বিভাগীয় সম্মেলনে ফেনী থেকে চট্রগ্রাম আসার পথে তাদের গাড়িবহরে দফায় দফায় হামলা করেছেন সরকারদলীয় লোকজন। এতে তাদের ১৫টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তাদের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে আলা উদ্দিন আলাল বলেন, “বর্তমান সরকার রক্ষা পাবে না। তারা ১৫ বছর দেশ শাসন করছে। কিন্তু তাদের স্বভাব পরিবর্তন হয়নি। আজ আমাদের শতাধিক নেতা-কর্মীর মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে।”
এদিকে বিএনপির ডাকা মহাসমাবেশে ফেনীর ফুলগাজী থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা গাড়িযোগে চট্টগ্রাম যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে কয়েকটি মাইক্রো নিয়ে ফুলগাজী থেকে চট্টগ্রামে যাওয়ার সময়ে হামলা করা হয়। এতে বহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, গাড়িযোগে সমাবেশের উদ্দেশে তারা চট্টগ্রামের দিকে রওনা দিলে মিরসরাইয়ের নিজামপুর কলেজের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে করে তাদের গাড়িগুলো ভাঙচুর করা হয়। তাদের সঙ্গে থাকা ছাত্রদল ও যুবদলের অনেক নেতা-কর্মীরা আহত হন।
আহতরা হলেন ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল, ছাত্রদল নেতা শুভ, এলমান, মাসুদ ও শ্রাবণ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া দাগনভূঞা উপজেলা যুবদল নেতা দিদার ও মামুন, ছাত্রদল আহ্বায়ক রাজিব, সদস্যসচিব তৌহিদুল আলম মানিক আহত হয়েছেন।
অপর দিকে সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবুল মনসুর সবুজ হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি আছেন।




































