চাঁদা না দেওয়ায় ডিলারের ওপর হামলা, আহত ৩


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৬:১২ পিএম
চাঁদা না দেওয়ায় ডিলারের ওপর হামলা, আহত ৩

পাবনা সদরে হতদরিদ্র খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের কাছে দুই দফায় ১০ বস্তা চাল চাঁদা হিসেবে না পেয়ে হামলা চালিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ও রাতে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গার মধ্য জামুয়া প্রামাণিকপাড়ার মৃত ছবির উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল হোসেন বসির (৪৬), করিব হাসান (৩৮) ও  মো. কফিল উদ্দিন (৬৩)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. তোফাজ্জল হোসেন সরকারের হতদরিদ্র খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা মূল্যের চালের একজন ডিলার। চক ভাঁড়ারার চিথুলিয়া বটতলায় হতদরিদ্রদের চাল বিক্রির সময় পশ্চিম জামুয়া এলাকার  রুবেল মোল্লা, তার ভাই জান্নাত আলী মোল্লা ও সাগর শেখ এসে ১০ বস্তা চাল দাবি করেন। তা দিতে অস্বীকার করায় হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে চাল বিক্রি শেষে তোফাজ্জল, করিব ও কফিল বাড়ি ফেরার পথে ভাঁড়ারা বাজারের রাস্তায় রুবেল, জান্নাত ও সাগরের নেতৃত্বে বেশ কয়েকজন তাদের গতিরোধ করে এবং মারধর শুরু করেন।

এক পর্যায়ে অস্ত্র বুকে ঠেকিয়ে হামলা করে। এসময় করিব হাসানের কাছে থাকা চাল বিক্রির ২ লাখ ৭২ হাজার ৯শ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী চাল ব্যবসায়ী মো. তোফাজ্জল হোসেন বলেন, “ঘটনার পর থেকেই ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের মারধরের পরও সন্ত্রাসীরা আমাদের এলাকায় মহড়া ও নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন।”

অভিযুক্ত জান্নাত আলী মোল্লা ঘটনা অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমি ওইদিন এলাকায় ছিলাম না। প্রয়োজনে আপনারা (সাংবাদিক) এলাকায় এসে দেখে যান। এর বেশি কিছু বলতে পারব না।”

ওসি আমিনুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমরা ভুক্তভোগী চাল ডিলারের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!