৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০২:১৯ পিএম
৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে ৫ বছরের সাজাপ্রাপ্ত মো. শাহ্জাহান (৫৫) নামের ৭ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ্জাহান ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত মাষ্টার ইদ্রিসের ছেলে।  

বুধবার (১২ অক্টোবর) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কেশারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার শাহ্জাহান ৭টি মামলার পরোয়ানা ও ২ কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।”  

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!