• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৮:৩০ পিএম
সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে মোহাম্মদ সুমন নামে এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে সুমন সাগরে ডুবে যায়। পরে লাইফ গার্ড কর্মীরা সাগরে খোঁজাখুজি করে বিকাল তিনটার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সুমন সোমবার (১১ অক্টোবর) কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠেন। তিনি ঢাকা বংশাল নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!