মাকে বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে তরুণ নিখোঁজ


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৮:৫২ পিএম
মাকে বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে তরুণ নিখোঁজ

মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীতে ছেলের সঙ্গে বাকবিতণ্ডার জেরে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন জামিরুন বেগম (৪০) নামের এক নারী। তাৎক্ষনিক মাকে বাঁচাতে ছেলে নাঈম হোসেনও (২১) ঝাঁপ দেন নদীতে। এরপর মাকে জীবিত উদ্ধার করলেও ছেলেকে পাওয়া যায়নি।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের চর কিশোরগঞ্জ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

জামিরুন বেগম শরীয়তপুরের সুখীপুর উপজেলার আক্তার হোসেনের স্ত্রী।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, নাঈম হোসেন ও তার মা জামিরুন বেগম বাইজিদ জুনাইদ-১ লঞ্চ করে শরীয়তপুর ধুলারচর থেকে ঢাকা সদরঘাটের দিকে যাচ্ছিলেন। লঞ্চটি কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে চলন্ত লঞ্চ থেকে জামিরুন বেগম নদীতে লাফ দেন। সঙ্গে সঙ্গে মাকে বাঁচাতে ছেলেও লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান ছেলে নাঈম। পরে স্থানীয় ট্রলারচালকেরা জামিরুনকে জীবিত উদ্ধার করলেও নাঈমের কোনো খোঁজ পাওয়া যায়নি (এ রিপোর্ট লেখা পর্যন্ত)।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইজাজ উদ্দিন আহমেদ বলেন, “লঞ্চে ওঠার পর নাঈম তার মায়ের কাছে টাকা চাইছিলেন। টাকা না দেওয়ায় মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় নাঈমের। টাকা না দিলে মায়ের গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার কথাও বলেন নাঈম। একপর্যায়ে নাঈম তার মায়ের গলায় হাত দিলে, তার মা ক্ষোভে নদীতে ঝাঁপ দেন।”

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, “নিখোঁজ যুবককে উদ্ধারে পাগলা কোস্টগার্ড ও পুলিশের দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল কাজ করছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!