• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত দুই পর্যটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৯:৪৩ পিএম
ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত দুই পর্যটক

কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পর্যটক। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত পর্যটকরা হলেন, কুমিল্লার তিতাস থানার গোপালপুরের সামশুল হকের ছেলে মেহেদী হাসান (২৭) ও মোশাররফের ছেলে মো. শাকিল (২৯)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

জানা গেছে , শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছান তারা। গাড়ি থেকে নেমে সিগাল পয়েন্ট থেকে সমুদ্র সৈকতে নামেন ৷ এ সময় ৫-৬ ছিনতাইকারী এসে তাদের গতিরোধ করে। পরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর ধারাল ছুরি দিয়ে মেহেদী হাসানকে আঘাত করতে থাকে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে শাকিলকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়রা।

আহত শাকিল জানান, টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েও শেষ নয়। মেহেদীকে ছুরি দিয়ে বুকের ডান পাশে পিঠে এবং হাতে ছুরিকাঘাত করা হয়। এতে হাত ছিদ্র হয়ে যায়। এতে বুকের ডান পাশের পিঠের অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, “শুক্রবার সকালে আহত পর্যটকদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!