• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০১:৫৬ পিএম
কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তিনি কীটনাশক পান করেন।

নিহত গৃহবধূর নাম হাজের খাতুন (৫৫)। তিনি হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিনের স্ত্রী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করেন ওই গৃহবধূ। পরে স্বামী ও পরিবারে লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাতিয়া থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!