মাদারীপুরের রাজৈরে এক ব্যবসায়ীর বাড়িতে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দলের সদস্যরা স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে আলমদস্তার দক্ষিণপাড়া গ্রামের ডেইরি ফার্ম ব্যবসায়ী রবিউল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ২টার দিকে একদল সশস্ত্র ডাকাত দল টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১ লাখ ৫২ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। এ সময় ডাকাত দলের সদস্যরা একটি রামদা ফেলে যান।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আলমগীর বলেন, “ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।”




































