• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় শিক্ষক গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৬:১৮ পিএম
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়গাঁ এলাকায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে আরিফ বিল্লাহ (৩৫) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার সকালে উপজেলার দিঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ বিল্লাহর বাড়ি আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রমজান মাসে সেহরি খেয়ে দিঘিরপাড় জামে মসজিদের ভেতর ওই ছাত্রকে বলাৎকার করেন আরিফ বিল্লাহ। তার কয়েক মাস পর ১ আগস্ট রাতে মসজিদে ঘুমানোর কথা বলে মাদ্রাসা থেকে মসজিদে নিয়ে ফের বলাৎকার করেন তিনি। ঘটনার পর থেকে ছাত্রটি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

ঘটনাটি সম্প্রতি জানাজানি হলে রোববার (১১ সেপ্টেম্বর) ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার পর সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ আসামি আরিফ বিল্লাহকে উপজেলার দিঘিরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, “মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় ওই ছাত্রর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!