ফরিদপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সেক্রেটারি আরিফুর রহমান বকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানান, ২০১২ সালে দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলার আসামি ছিলেন আরিফুর রহমান বকু। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বকুর ভাই আবিদুর রহমান জানান, দুই হাজার কোটি টাকা পাচারের মামলার প্রধান আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সময়কালে তার নির্দেশে এ মিথ্যা চাঁদাবাজি মামলা করা হয়েছিল। তাকে গ্রেপ্তারের সময় পুলিশ আদালতের কোনো পরোয়ানা দেখায়নি। সাদা পোশাকে তিনজন পুলিশ এসে তাকে নিয়ে যেতে চাইলে তারা বাধা দেন। পরে পোশাক পরিহিত পুলিশের আরেকটি দল এসে গ্রেপ্তার তালিকায় তার নাম রয়েছে জানিয়ে তাকে নিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, আদালতের পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে চালান করা হবে।





































