নওগাঁয় আনোয়ার হোসেন (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ার নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ লাটাপাড়া এলাকার শফির উদ্দিনের ছেলে।
বুধবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের চকবালুভরা এলাকার খালের পাশ থেকে লাশটি উদ্ধার করে নওগাঁ সদর মডেল থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন কৃষক ভোরবেলা মাঠে কাজ করতে যাওয়ার সময় জমির পাশের খালে তারা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সকালে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ঘটনাস্থল থেকে সংবাদ পেয়ে পুলিশ ওই ব্যক্তির লাশ খালের ধার থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের ঘাড়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।





































