• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সরকারের সমালোচনা করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৮:৫৮ এএম
সরকারের সমালোচনা করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় মো. মোস্তাক আহম্মেদ নামের এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর ইস্যুতে সরকারের সমালোচনা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় অভিযোগে ইসলামপুর উপজেলা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান শান্ত ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান স্বাধীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

মো. মোস্তাক আহম্মেদ ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান শান্ত।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ব্যক্তিবর্গদের নিয়ে মন্তব্য এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে নেতিবাচক মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. মোস্তাক আহম্মেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়ন শাখার সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!