• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রামে নার্স সেজে নবজাতক চুরি, গ্রেপ্তার ৫


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৬:২৪ পিএম
চট্টগ্রামে নার্স সেজে নবজাতক চুরি, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি মাতৃসদন থেকে চুরি হওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার আনোয়ারা উপজেলার বারকাইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার উপ-পরিদর্শক ( এসআই) চাংকু নাগ। এসময় শিমু দাশ (২২) ও তার স্বামী রিমন মল্লিককে (২২) গ্রেপ্তার করা হয়। তাদের বক্তব্যের ভিত্তিতে হাসপাতালের কর্মচারী মো. মোর্শেদ (৪৬), মো. কাশেম (২৮) ও মো. সেলিমকে (৩৯) গ্রেপ্তার করে পুলিশ।

এসআই চাংকু নাগ বলেন, সোমবার সন্ধ্যায় ইপিজেড এলাকার মমতা মাতৃসদন থেকে একদিন বয়সী একটি নবজাতক চুরি হয়। এ ঘটনায় শিশুর বাবা হাসপাতালের তিন কর্মচারীর নামে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রাতেই মামলা করেন। পরে অভিযানে নেমে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শিমু দাশ ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। নবজাতকটিকে চুরি করে তিনি তার গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার বারকাইন এলাকায় নিয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানান এসআই চাংকু নাগ।

চাংকু নাগ বলেন, “বিয়ের পর দীর্ঘদিন বাচ্চা না হওয়ায় শিশু দত্তক নিতে চেয়েছিলেন শিমু। সেজন্য বিভিন্ন সময়ে তিনি মাতৃসদনে যাওয়া-আসা করতেন। অস্ত্রপাচারের মাধ্যমে রোববার শিশুটির জন্ম হলে সোমবার সন্ধ্যায় নার্স সেজে তিনি ওই ওয়ার্ডে যান। ইনজেকশন দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে হাসপাতালের নিচে নামেন। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে হাসপাতালের সিসি ক্যামেরায় শিশুটিকে কোলে নিয়ে এক তরুণীকে বের হতে দেখা যায়। সিসিটিভির ভিডিও দেখে মনে হয়েছে, শিমুর সঙ্গে হাসপাতাল কর্মচারী মোর্শেদ, কাশেম ও সেলিমের সম্পৃক্ততা ছিল। তারা শিশুটিকে নিয়ে যাওয়ার সময় কোনো বাধা দেয়নি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!