দম্পতির একসঙ্গে বিষপান, দুজনই মারা গেলেন


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ১২:৫০ পিএম
দম্পতির একসঙ্গে বিষপান, দুজনই মারা গেলেন

নাটোরের বড়াইগ্রামে এক দম্পতির একসঙ্গে বিষপান করে আত্মহত্যা চেষ্টার ঘটনায় স্ত্রীর মৃত্যর পর স্বামীও মারা গেছেন।

শুক্রবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই দম্পতির নাম বিথী বেগম (২৬) ও ফারুক হোসেন (৩৪)। তারা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।

স্ত্রীর মৃত্যুর পর আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌর এলাকার হালদার পাড়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বিষপানের পরপরই বিথীর মৃত্যু হলেও স্বামী ফারুককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও শুক্রবার রাত ১১টার দিকে মারা যান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ফারুকের দুটি সংসার। সে তার ছোট স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঋণের দায়ে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত ছিলেন। কোনো উপায় না দেখে তারা একসঙ্গে বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!