• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ১০:৫৫ এএম
কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগে মো. রফিকুল ইসলাম মাসুদ (৩৫) নামের এক যুবককে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন।

অভিযুক্ত মো. রফিকুল ইসলাম মাসুদ উপজেলার ৭ নম্বর মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর মুছাপুর গ্রামের জামাল উদ্দিনের নতুন বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীকে তার মা বাড়িতে রেখে বেগমগঞ্জে তার বাবার বাড়িতে বেড়াতে যান। রাত ১টার দিকে রফিকুল ইসলাম মাসুদ কৌশলে তার বসতঘরের দরজা খুলে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে ধর্ষণ করেন। ভিকটিম বর্তমানে অন্তঃসত্ত্বা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!