ট্রাকচাপায় পথচারী নিহত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৮:৫৩ এএম
ট্রাকচাপায় পথচারী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় অনাথ আলী মণ্ডল (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সালফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনাথ খানপুর ইউনিয়নের সালফা উত্তর পাড়া গ্রামের মৃত আফাজ মণ্ডলের ছেলে।    

আটকরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার আতাউল্লাহ দক্ষিণ পাড়া এলাকার আবু হাসানের ছেলে ট্রাক ড্রাইভার আরমান (১৯) ও ভূঞাপুর থানার পুরানন বাসন এলাকার বাসেত মণ্ডলের ছেলে হেলপার শামীম মণ্ডল (২২)।

জানা যায়, অনাথ আলী রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় শেরপুর থেকে ধনুটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!