পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “সকলকে আত্মনির্ভরশীল হয়ে ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহর মেহেরবানিতে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব।”
রোববার (২১ আগস্ট) জেলার শান্তিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, “উপহার মাপজোক করে হয় না। প্রবাসীদের কাছ থেকে যা এসেছে তাই গুরুত্বপূর্ণ। আমরা খুব খুশি।”
জেলা সমিতি ইউকের সভাপতি ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক এম এ সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরীফি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক ও লন্ডন প্রবাসী বিপ্লব সরদার, সমাজকর্মী আলী খান, শান্তিগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক খান, সহ-সাধারণ সম্পাদক আবাব মিয়া, এনামুল কবির, আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি ফয়জুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার প্রমুখ।





































