• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

এসির কম্প্রেসর বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০৩:১৯ পিএম
এসির কম্প্রেসর বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে এসির কম্প্রেসর বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত দম্পতির ছেলেসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের ফোরকান ও তার স্ত্রী মাহিনুর।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। এখন পর্যন্ত ওই বাড়ির মালিক ফোরকান ও তার স্ত্রী মাহিনুর নিহত হয়েছেন। এ ছাড়া তাদের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মাইনুলসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!