• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

মসজিদের অজুখানা নির্মাণের স্থান নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০৩:০৮ পিএম
মসজিদের অজুখানা নির্মাণের স্থান নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

নওগাঁর বদলগাছি উপজেলায় মসজিদের অজুখানা নির্মাণের স্থান নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে হামলায় এক বৃদ্ধ মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম আকবর আলী (৭০)।

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ২টার পর মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অজুখানা নির্মাণের জন্য মসজিদের বাইরে স্থান নির্ধারণ করা হয়। এতে গ্রামের আবদুর রহমান আপত্তি করেন। তিনি মসজিদের চত্বরের ভেতর অজুখানা নির্মাণের দাবি জানান। জুমার নামাজ শেষে অজুখানা নির্মাণের স্থান নিয়ে আকবর আলী ও আবদুর রহমানের মধ্যে তর্ক হয়।

দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে আকবর আলীর গলা চেপে ধরেন আবদুর রহমান। এতে আকবর অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে বাড়িতে নিয়ে যান। এরপর আবদুর রহমানের লোকজন এসে আকবর আলীকে মারধর করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান জানান, মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে গন্ডগোলের ঘটনায় একজন বৃদ্ধ মারা গেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!