‘তেলের দাম নিয়ে জামায়াত-বিএনপি বিভ্রান্ত করছে’


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৭:৩৭ পিএম
‘তেলের দাম নিয়ে জামায়াত-বিএনপি বিভ্রান্ত করছে’

জ্বালানি তেলের দাম নিয়ে জামায়াত-বিএনপি জোট জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেছেন, “দেশ এখন এগিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামায়াত চার দলীয় জোট তারা কী করছেন? খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। তারেক জিয়াও একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি লন্ডনে বসে বসে রাজনীতি করেন।”

বুধবার (১৭ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলা চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদী কর্মসূচির বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

জনগণের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আজকে বিএনপি-জামায়াত আপনাদের বিভ্রান্তি করার চেষ্টা করছে। জ্বালানি তেলের কথা বলে তারা সুযোগ নিচ্ছেন এবং  জনগণকে সুরসুরি দিচ্ছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “দেশে ডিজেল আমদানি করা হয় বাইরের রাষ্ট্রগুলো থেকে। তার মধ্যে রাশিয়া, ইউক্রেন আছে। আপনারা জানেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে। চীন-তাইওয়ান হাঙ্গামা বেঁধেছে। সারা পৃথিবীতে একদিকে করোনা, অন্যদিকে যুদ্ধ। এতে আন্তর্জাতিকভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কিছুটা দাম বাড়িয়েছি। হাজার হাজার কোটি টাকা ডিজেলে ভুর্তকি দিচ্ছি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ঠিক রেখে ডিজেলে দাম নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমালে আমরাও দাম কমিয়ে দিবো।”

পথসভায় আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সভাপতি শেফালী আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা জনি মন্ডল, ইমরান খাঁন প্রমুখ।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!