• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিশু হত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে জানা গেল পরকীয়া


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৮:৫৭ পিএম
শিশু হত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে জানা গেল পরকীয়া

ঝিনাইদহে নবজাতক ছেলে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও নানির বিরুদ্ধে। সোমবার (১৫ আগস্ট) রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মা নুরুন্নাহার ও নানি কমেলা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, জেলার কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে আতিয়ার রহমানের মেয়ে নুরুন্নাহার প্রসব বেদনা নিয়ে গত রাতে সদর হাসপাতালে ভর্তি হয়। রাত ৯টার দিকে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এরপর শিশুটির নানি তাকে নিয়ে ওয়ার্ড থেকে বের হয়ে যান। পরে শিশুটিকে হাত-পা ভাঙা অবস্থায় ওয়ার্ডে নিয়ে আসে। নার্সরা বিষয়টি চিকিৎসককে জানালে নবজাতকটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মা ও নানিকে আটক করে পুলিশ। শিশুটি অবৈধ সম্পর্কের বলে দাবি তার মায়ের। পরে পরকীয়া সম্পর্কে জড়ানো ব্যক্তিকেও আটক করে পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!