• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শোক দিবসে মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা সভা


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০৯:২৯ পিএম
শোক দিবসে মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা সভা

জাতীয় শোক দিবসে ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরে যৌথভাবে আলোচনা সভা ও সমবেত প্রার্থনার আয়োজন করে জেলা পুজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দের সভাপতিত্বে প্রার্থনা পরিচালনা করেন জেলা পুজা উদযাপন পরিষদের অন্যতম সদস্য নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ। এসময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত সকলের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন অসীম কুমার সাহা, বাপ্পী দেবনাথ, শিবু কর্মকার, সমীর কান্তি দাস, রবিশ্বর হাওলাদার, ধ্রুব হাওলাদার, প্রণয় কুমার সাহা, অচিন্ত্য মজুমদার প্রমুখ। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!