জামালপুরের দেওয়ানগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ আগস্ট) সকালে পূর্বপাড়া গ্রামের বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় তাদের।
নিহত দুই ভাই হলেন হাবিবুর রহমান হইবর (৪০) ও সোলায়মান হোসেন (৩৭)। তারা উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া গ্রামের সওদাগরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত হাবিবুরের ভাতিজা ফখরুল ওই গ্রামের ইউনুসের ছেলে ইমরানের কাছে দুই হাজার টাকা পান। সকালে ফকরুল ও তার বন্ধুরা ইমরানের কাছে পাওনা টাকা চাইলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে সেখানে যান হাবিবুর রহমান ও সোলায়মান হোসেন। এতে সংঘর্ষ জড়িয়ে পড়ে উভয়পক্ষ। প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে হাবিবুর রহমান ও সোলায়মানকে আঘাত করলে ঘটনাস্থলেই তারা মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।




































