• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চার প্রহরীকে বেঁধে ডাকাতি, একজনের মৃত্যু


যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ১১:১৩ এএম
চার প্রহরীকে বেঁধে ডাকাতি, একজনের মৃত্যু

যশোর ঝিকরগাছা বাজার রাজাপট্টিতে অটো ইলেকট্রনিকস ওয়ার্কশপের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাজারের চারজন নৈশ প্রহরীকে বেধড়ক মারধর করে মুখে টেপ পেঁচিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। মুখে টেপ পেঁচিয়ে রাখার ফলে আব্দুস সামাদ (৭০) নামে নৈশ প্রহরীর মৃত্যু হয়।

নিহত নৈশ প্রহরী আব্দুস সামাদ ঝিকরগাছা বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে।

অপর তিন নৈশ প্রহরী সুকুমার, ইউসুফ ও কামাল। তারা সবাই ঝিকরগাছা এলাকার বাসিন্দা।

অটো ইলেকট্রনিক্স ওয়ার্কশপের মালিক খায়রুল ইসলাম জানান, একদল সশস্ত্র ডাকাত দল শনিবার রাত ২টার দিকে ঝিকরগাছা বাজারে ডাকাতি করতে আসে। এ সময় বাজারের নাইট গার্ডরা বিষয়টি বুঝতে পারলে ডাকাত দল তাদের কৌশলে ধরে বেধড়ক মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ টেপ পেঁচিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে দোকানের তালা ভেঙে ২৫টি ব্যাটারি (ট্র্রাকের) নিয়ে একটি পিকআপ ভ্যানে তুলে চলে যায়।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৪ নৈশ প্রহরীকে উদ্ধার করে। অচেতন অবস্থায় নৈশ প্রহরী আব্দুস সামাদকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ডাকাতির ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডাকাতদলকে ধরতে মাঠে নেমেছে পুলিশের কয়েকটি টিম। আহত নৈশ প্রহরী দের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!