দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দিইনি : তথ্যমন্ত্রী


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ০৮:৫১ এএম
দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দিইনি : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “কোনো দুষ্কৃতকারীকে আমরা রাজপথ ইজারা দিইনি। তারা রাজপথ দখল করে সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করবে, সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে দেবে না।”

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে রাজশাহীর নগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “বিএনপির ব্যানারে দেশে দুষ্কৃতকারীরা আবার যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে, সে জন্যই আগামী মাস থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখব।”

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেণী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, আসাদুজ্জামান আজাদ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!