রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত দুই আসামিকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (১০ আগস্ট) সকালে রাজশাহীর মহানগর ম্যাজেস্ট্রিট-১ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। নগরীর বোয়ালিয়া থানা পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম জানান, কেন এ হামলা-তা জানতে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুইদিন মঞ্জুর করেছেন। গ্রেপ্তার ওয়াহিদ মুরাদ জামিল ওরফে লিংকন (৫৬) ও সজল আলীকে (২৫) জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই তথ্য বের করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ আগস্ট) রাত ১টা ১০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর মুন্সিডাঙ্গা মহল্লায় বাড়িতে গিয়ে দুই ব্যক্তি তাকে হত্যার চেষ্টা চালান। তাকে হত্যা করতে তিন রাউন্ড গুলি করে। এরপর যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে আরও তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এছাড়া রাজশাহী কলেজের সামনে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ওই রাতেই দুঃসাহসিক অভিযান চালিয়ে পুলিশ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হামলার ঘটনাটি রহস্যজনক। হামলাকারী ও ভিকটিম কেউ কাউকে চেনেন না বলে দাবি করেছেন। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে হামলার কারণ উদঘাটন করা হবে।





































