• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার’


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০৮:৪৫ পিএম
‘উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার’

শোষণমুক্ত সুশাসন ও উন্নত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, “২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়তে আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে।”

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সিংড়ায় জাতীয় আদিবাসী পরিষদ ও এনএনএমসির আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা সরকার মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গৃহহীনদের ঘর করে দিচ্ছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সিংড়া উপজেলায় ২০৯০টি গৃহহীন পরিবার ঘর পেয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের ২০টি পরিবারও ঘর পেয়েছে। সরকার তাদের জন্য কাজ করছে। আদিবাসীদের উচ্চ শিক্ষার জন্য উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। আদিবাসীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান হচ্ছে।”

প্রযুক্তির দিক দিয়ে আদিবাসীদের এগিয়ে আসতে হবে। আইসিটি বিভাগ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, “বঙ্গবন্ধু এমন বাংলাদেশ চেয়েছিলেন যেখানে বৈষম্য থাকবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত মানুষের জন্য আন্দোলন করে, দেশের প্রত্যক নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য স্বপ্ন দেখতেন। সোনার বাংলা গড়ার জন্য উদগ্রীব ছিলেন। তার সেই স্বপ্নকে হত্যা করতে চেয়েছিলেন ঘাতকরা। কিন্তু তার চেতনা ও আদর্শকে হত্যা করতে পারিনি।”

জাতীয় আদিবাসী পরিষদের সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র উরাওয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিউ গভ. ডিগ্রি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ জার্জিস কাদির বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী নেতা নবীন চন্দ্র, নিরন্জন কুমার, সাংবাদিক এমরান আলী রানা প্রমুখ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!