• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশি যুবকের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ১১:৩২ এএম
গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহত তাপস সরকার

গ্রিস থেকে সীমান্ত পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রচণ্ড গরমে তাপস সরকার (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

নিহত তাপস সরকার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগউচা গ্রামের মৃত সতীশ চন্দ্র সরকারের ছেলে।

সম্প্রতি তাপসের মৃত্যুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সুমন সরকার নামের একজন জানান, নিহত তাপস সরকার এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। স্বপ্নের দেশ আর উন্নত জীবনের আশায় তাপস গ্রিস থেকে ইতালি যেতে চেয়েছিলেন। কিন্তু প্রচণ্ড গরমে তিনি মারা যান। ফেসবুকে ভিডিও দেখে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন স্বজনরা।

সুমন আরও জানান, আড়াই বছর আগে তাপস বিদেশে যান। ৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসের ছবি দেখে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন তারা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তাপস ছাতকে একটি মুদিদোকান চালাতেন। তিনি ছাতক শহরের মণ্ডলীভোগ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। আড়াই বছর আগে বন্ধুদের সঙ্গে অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে চলে যান। গ্রিসে বসবাসকারী বাংলাদেশি এক দালালের মাধ্যমে চুক্তি করেন। গ্রিস থেকে সার্বিয়া যাওয়ার কথা ছিল। পরে সার্বিয়া থেকে অন্য দালালের মাধ্যমে যাবেন ইতালি। এ রুটে দালালরা প্রথমে গ্রিসের বিভিন্ন সীমান্ত দিয়ে আলবেনিয়া প্রবেশ করান। পরে আলবেনিয়ায় ২ থেকে ৩ দিন রেখে সুযোগ বুঝে মন্টিনেগ্রো নিয়ে যান। মন্টিনেগ্রো নিয়েই আটকে রেখে চুক্তি করা অর্থ আদায় করেন। টাকা পরিশোধ হলে নিয়ে যান সার্বিয়া অথবা বসনিয়ায়। পরে সেখান থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে স্লোভেনিয়া হয়ে ইতালি পৌঁছানো হয়ে থাকে।

সেই চুক্তি অনুযায়ী ৩ আগস্ট গ্রিস থেকে তাপসসহ প্রায় ৩০ জনের একটি দলকে আলবেনিয়া পৌঁছায় দালাল চক্র। আলবেনিয়া স্থল সীমান্ত থেকে তীব্র গরমের মধ্যে ৮ ঘণ্টায় উঁচু পাহাড় পাড়ি দিয়ে মন্টিনেগ্রো প্রবেশের সময় হঠাৎ পাহাড়ে লুটে পড়েন তাপস। এ সময় তার মৃত্যু নিশ্চিত ভেবে দালালসহ অন্যান্য যাত্রীরা তাকে রেখেই চলে যান। তার সঙ্গে থাকা পরিচিত দুইজন অনেক চেষ্টা করে তার কোনো সাড়া না পেয়ে তারাও চলে যান। তবে তারা ওই ঘটনার একটি ভিডিও করে গ্রিসে থাকা স্বজনদের কাছে পাঠিয়ে দেন।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী জানান, এলাকার একজন ছেলে গ্রিস যাওয়ার পথে মারা গেছে, এমন খবর তিনি শুনেছেন। তবে এর বেশি জানেন না।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!