রাজশাহী অঞ্চলে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ১০:০০ পিএম
রাজশাহী অঞ্চলে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ

জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এতে বলা হয়, আন্তজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ভাড়ার বিষয়টি নির্ধারণ করা হলেও রাজশাহী অঞ্চলের কিছু পরিবহন বেশি ভাড়া রাখছে বলে অভিযোগ উঠেছে।

সোনারতরী পরিবহনের যাত্রী রবিউল আলম বলেন, আগে রাজশাহী থেকে নাটোর যেতে ভাড়া লাগত ৬০ টাকা। আজ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে।

একই বাসের যাত্রী মো. রাহিনুল জানান, ভাড়া বেড়ে যাবে সেই প্রস্তুতি তিনি নিয়েই এসেছেন।

নগরের ভদ্রা এলাকায় রোববার সকাল থেকে যাত্রী থাকলেও বাসের সংখ্যা কমে গেছে। একই চিত্র শহীদ এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনাল, নগরের রেলস্টেশন এলাকা এবং ঢাকা বাসস্ট্যান্ড এলাকাতেও।

নগরের ভদ্রা এলাকার যাত্রী আলী আহসানের সঙ্গে কথা হয়। তিনি পাবনায় যাবেন। তিনি বলেন, “বাসের ভাড়া প্রায় দ্বিগুন গুনতে হচ্ছে।”

নগরের শিরোইল এলাকার যাত্রী রায়হান আলী বলেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে অনেক কিছুর সম্পর্ক আছে। জানি না দেশের কী হবে। আজ থেকে পরিবহন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে।”

একটি বাসের সহকারী মো. ইভান বলেন, “যাত্রীদের অনেক চাপ। এদিকে অনেক পরিবহনের মালিক বাস নামান নি।”

ভদ্রা বাস টিকিট কাউন্টারের ইনচার্জ মো. আসাদুজ্জামান মুন্না জানান, বাস কমে গেছে। তবে তারা কাউন্টার থেকে নির্ধারিত মূল্যে টিকিট দেওয়া হচ্ছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটু জানান, রাজশাহী থেকে বিভিন্ন জেলা ও উপজেলায় বাস চলে ৩০০টির মতো। আর দূরপাল্লার বাস চলে ১৫০টির মতো। জ্বালানি তেলের দাম বাড়ায় এতে যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত ভাড়া ছাড়া যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না বলে তিনি জানান।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!