ভোলা ছাত্রদল সভাপতির দাফন সম্পন্ন


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৯:০৮ এএম
ভোলা ছাত্রদল সভাপতির দাফন সম্পন্ন

ভোলায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, সম্পাদক হারুন অর রশিদ ট্রু ম্যানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নুরে আলমের মরদেহ বৃহস্পতিবার রাতে ভোলায় এসে পৌঁছায়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী এবং শোকাহত সাধারণ মানুষ নিহত নুরে আলমকে এক নজর দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে ভীর করেছে দলীয় কার্যালয়ের সামনে।

নুরে আলমের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি রাত ৯টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এসে পৌঁছে। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। কিছুক্ষণ সেখানে রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় নুরে আলমের নিজ বাড়ি চরনোয়াবাদ খেয়াঘাট সড়কের আলতাজের রহমান কলেজ এলাকায়। সেখানে রাত ১০টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত ৩১ জুলাই বিএনপির তেল গ্যাসসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদ কর্মসূচিতে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ অনেক নেতাকর্মী। মুমূর্ষু অবস্থায় নুরে আলমকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি। দুপুরে ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বরিশাল হয়ে সড়ক পথে তাকে ভোলায় আনা হয়।  

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!