বেশ কিছুদিন ধরে জোয়ারের পানির তোড়ে কক্সবাজার সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ। সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এসব মরা জেলিফিশ দেখা গেছে।
বুধবার (৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে একাধিক মৃত জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব মাছ বেশ আঠালো ও নরম। এদের মধ্যে মধ্যে কোনোটি আকারে ছোট, কোনোটি বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো। এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, সৈকতে ইনানী, হিমছড়ি, দরিয়ানগর, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানির তোড়ে ভেসে আসছে মৃত জেলিফিশগুলো। এসব জেলিফিশ ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ছে। মরা এ জেলিফিশের দুর্গন্ধে পর্যটকরা সৈকতে থাকতে পারছেন না।
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীন বলেন, এটি স্থানীয়দের নুইন্না নামে পরিচিত। এসব জেলিফিশ গভীর সমুদ্রে অনেক সময় জেলেদের জালে আটকা পড়ে মারা যায়। গভীর সাগরে মারা পড়ে এসব মাছ তীরে ভেসে আসে।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, “এই সময়ে মাছগুলো মরার সিজন নয়। হয়তো জেলিফিশগুলো উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় সৈকতের বালিয়াড়িতে উঠে আসছে।”




































