• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রেন দুর্ঘটনা: আহতদের পাশে সংসদ সদস্য একরাম


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০৭:০৭ পিএম
ট্রেন দুর্ঘটনা: আহতদের পাশে সংসদ সদস্য একরাম

চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ১১ জন নিহত হন। আহত হন আরও সাতজন। ওই সাতজনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা অর্থসহায়তা প্রদান করেন একরাম। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

একরামুল করিম চৌধুরী বলেন, “এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাকে ব্যথিত করেছে। এটি নিহত ও আহত পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি ঘটনাটি শুনে হাসপাতালে ছুটে গিয়েছি। আহত পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পরিবারগুলো খুবই অসহায় এবং চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না বলে আমাকে জানায়। তাই আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছি।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!