মানবতাবিরোধী অপরাধ: ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হামিদ গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০৩:২৪ পিএম
মানবতাবিরোধী অপরাধ: ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হামিদ গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামি আব্দুল হামিদ খানকে (৭৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল হামিদ খান উপজেলার পূর্ব নলতা গ্রামের মৃত নেছার আলী খানের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, হামিদ খান আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ০১/২২ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!