• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

পিকনিকের বাস উল্টে আহত ৩০


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৩:১৬ পিএম
পিকনিকের বাস উল্টে আহত ৩০

মেহেরপুরের গাংনী উপজেলায় পিকনিকের বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ৩০জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার তেরাইল নামক স্থানে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে ৩৭ জন যাত্রী নিয়ে হাসান পরিবহন নামের একটি বাস নাটোরে পিকনিকের উদ্দেশে রওনা হয়। তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকে ভর্তি আছে। আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

Link copied!