নীলফামারীর ডোমার উপজেলার মাদক সম্রাজ্ঞী ২৬ মামলার আসামি সহিদা বেগম রুপাকে (৪২) হেরোইনসহ গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
রোববার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর এলাকার কাজিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার রুপার বাড়িতে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, দুই গ্রাম হেরোইনসহ রুপাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে।