• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

বিএনপির ১৯ নেতাকর্মী আটক


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৮:৪৭ এএম
বিএনপির ১৯ নেতাকর্মী আটক

নোয়াখালী পৌরসভা এলাকা থেকে বিএনপির ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আটকদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সভাপতি দেলোয়ারের বাসা তাদের আটক করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, শনিবার (২৩ ডিসেম্বর) বিএনপির গণমিছিল সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভা থেকে বিএনপির ১৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বিএনপির গণমিছিলকে ঘিরে এমন আটক চলছে বলে অভিযোগ করেছেন এই ছাত্রদল নেতা।

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ১৯ জন নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, “এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন ।”  

Link copied!