খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস ও কলা বোঝাই চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ব্যঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহীম। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া এলাকার বাসিন্দা মো. আমির হামজার ছেলে এবং দুর্ঘটনা কবলিত চাঁদের গাড়ির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া একটি চাঁদেরগাড়ি ব্যঙমারা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মো. ইব্রাহীম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ২৫ জন বাসযাত্রী। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর ও মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।”