• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

১০টি শুটারগানসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৮:১৫ পিএম
১০টি শুটারগানসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনার আতাইকুলা থানার মাধপুরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ১০টি শুটারগান জব্দসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা।

শুক্রবার (৫ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জেলার সাঁথিয়া উপজেলার গাও হাটবাড়িয়া গ্রামের রমজান মোল্লার ছেলে মো. বিপ্লব মোল্লা (৩২) ও বোয়ালমারী গ্রামের চান্দু ফকিরের ছেলে লিটন ইসলাম (২৫)।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাধুপুরে একটি ওয়ার্কশপ থেকে দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি ১০টি শুটারগান জব্দ করা হয়।”

গ্রেপ্তাররা জানায়, দীর্ঘদিন ধরে তারা ওয়ার্কশপে শুটারগান তৈরি করে নিজ হেফাজতে রেখে বিক্রি করছিল।

এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের সোপর্দ করা হয়। শনিবার (৬ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হবে বলে জানা গেছে। 

Link copied!