পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমলের বাসার সামনে থেকে পবিত্র ঈদুল আজহার কোরবানির জন্য তার কিনে রাখা একটি ছাগল চুরি হয়েছে।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লাহোরের একটি বেসরকারি মালিকানাধীন হাউজিং সোসাইটিতে বসবাস করা কামরান আকমলের কোরবানির একটি ছাগল চুরি হয়েছে।
সোসাইটিতে সাদা কাপড় দিয়ে প্যান্ডেল বানিয়ে কোরবানির জন্য ছয়টি ছাগল একসঙ্গে রাখা হয়েছিল। সেখান থেকেই চুরি হয়ে গেছে কামরানের একটি ছাগল।
সংবাদমাধ্যমকে কামরানের বাবা জানিয়েছেন, ‘‘কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলেন তারা। এর মধ্যে সবচেয়ে দামিটিই চুরি হয়ে গেছে। চোরের দল সবচেয়ে দামি ছাগল, যেটি ৯০ হাজার রুপিতে কিনেছিলাম- সেটি চুরি করে নিয়ে গেছে।’’
কোরবানির পশুগুলো দেখাশোনার দায়িত্বে যারা ছিলেন, তারা রাতে ঘুমিয়ে পড়েন। তখন আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটে।
এদিকে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারা আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে চোরের দলকে পাকড়াও করে চুরি হয়ে যাওয়া কোরবানির ছাগলটি ফিরিয়ে আনা হবে।