আমার নিজেরই লজ্জা লাগছে আজ এসে ব্যাখ্যা করতে হচ্ছে : তামিম

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:০৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে নাটকীয়তার শেষ নেই। গেল এক মাস ধরে নানা ইস্যুতে সরগরম ক্রিকেটপাড়া। সর্বশেষ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা যেন সিরিয়াল নাটকের দৃশ্য হয়ে উঠেছে। আজ (বৃহস্পতিবার) মিরপুরে কাউন্সিলরদের প্রার্থিতা নিয়ে আপত্তির শুনানিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

“আমার কাউন্সিলরশিপও বাতিল হতে পারে”

শুনানির পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। চাপ আমার উপর অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কোর্টে রিট হতে পারে, মামলাও হতে পারে। কেন হবে—আপনারা খুব ভালো করে বুঝেন।”

তিনি জানান, গত পাঁচ-ছয় বছর ধরে চট্টগ্রামের শতদল ক্লাব পরিচালনা করছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন দলের কমিটিতে কাজ করছেন। তাই তাকে ‘সংগঠক নন’ বলা যায় না।

“শুধু ইগোর জন্য নোংরামি করবেন না”

নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতি প্রসঙ্গে তামিম আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমার নিজেরই লজ্জা লাগছে আজ এসে ব্যাখ্যা করতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণ করার জন্য। আমি আবারও বলি—সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক কিছু যায় আসে না। কিন্তু শুধু ইগো বা জেতার জন্য এই নোংরামি কইরেন না।”

নির্বাচনে অংশ নেবেন কি না?

এমন প্রশ্নে তামিম স্পষ্ট জবাব দেননি। তিনি বলেন, “আমি তো এখন এই জিনিসটা বলতে পারব না। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি নির্বাচন করবো কী করবো না। আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না—এই জিনিসটাও তো দেখতে হবে।”

“আমার পক্ষ হয়ে কেউ কথা বলবেন না”

গণমাধ্যমকে তামিম অনুরোধ করেন সত্য তুলে ধরতে। তার ভাষায়, “আমি ক্লিয়ার একটা মেসেজ দিব—আমার পক্ষ হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই। সত্যের পক্ষে কথা বলেন। যেটা সঠিক, সেটাই বলুন। আমি যদি কোনো ভুল করি অবশ্যই তুলবেন। আবার আমার সঙ্গে যদি অন্যায় হয়, সেটাও তুলে ধরবেন।”