আরব আমিরাতের ওপর তাণ্ডব চালাল ভারত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:০৪ এএম
১০৬ বলেই ম্যাচ শেষ

টি-টোয়েন্টি ম্যাচ, কিন্তু দুই দল মিলিয়ে ১০৬ বল খেলতেই ম্যাচ শেষ! সংযুক্ত আরব আমিরাত যে ভারতের কাছে পাত্তা পাবে না, সে তো অনুমিতই ছিল। কিন্তু বুধবার দুবাইয়ে এশিয়া কাপে ভারত রীতিমতো তাণ্ডব চালাল স্বাগতিক আরব আমিরাতের ওপর। প্রথম ম্যাচে আমিরাতকে কুপোকাত করতে ভারতের ঘামটুকুও যে ঝরবে না, এতটা দাপটইবা কজন চিন্তা করেছিলেন! ৯ উইকেটে জিতে টুর্নামেন্ট শুরু করল ভারত।

টস জিতে আমিরাতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৭৯ বলের মধ্যেই অলআউট করে দেয় ভারত। দুই ওপেনার আলিশান শারাফু (১৭ বলে ২২) আর মুহাম্মদ ওয়াসিমের (২২ বলে ১৯) বাইরে আমিরাতের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কেই যেতে পারেননি। ফল - মাত্র ৫৭ রানে অলআউট আমিরাত। ভারতের হয়ে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ ইয়াদাভ, ৪ রানে ৩ উইকেট শিভাম দুবে।

ভারত দ্রুত সেটা তাড়া করে রানরেটকে শুরুতেই পাহাড়চূড়ায় ওঠানোর পথে হাঁটল। প্রথম বলেই ছক্কা মেরে শুরু করা আভিষেক শার্মা শেষ পর্যন্ত আউট হয়ে যাওয়ায় উইকেটের ঘরে একটা সংখ্যা পেয়েছে, এতটুকুই আমিরাতের সাফল্য। আউট হওয়ার আগে আভিষেক ১৮ বলে ২ চার ৩ ছক্কায় করেছেন ৩০ রান। অন্য ওপেনার শুবমান গিল শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৯ বলে ২০ রান করে। তিনে নামা সুরিয়াকুমার ইয়াদাভ ২ বলের ইনিংসে একটা ছক্কা মেরে হিসেব-নিকেশ যখন শেষ করে দিচ্ছেন, ভারতের ইনিংসে তখন মাত্র পঞ্চম ওভারের তৃতীয় বল শেষ হলো।  

সংক্ষিপ্ত স্কোর

সংযুক্ত আরব আমিরাত: ১৩.১ ওভারে ৫৭ (শরাফু ২২, ওয়াসিম ১৯, রাহুল ৩, ; কুলদীপ ৪/৭, দুবে ৩/৪, বরুণ ১/৪)।
ভারত:  ৪.৩ ওভারে ৬০/১ (অভিষেক ৩০, গিল ২০*, সূর্যকুমার ৭*; জুনাইদ ১/১৬)। ফল: ভারত ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব।