২২-০ গোলের জয়, ঋতুপর্ণা একাই দিলেন ৬টি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১১:১৯ এএম
ছবি : সংগৃহীত

ভুটান নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসির জয়যাত্রা অব্যাহত। বৃহস্পতিবার তারা ২২-০ গোলে ফুটসিলিং এফসিকে হারিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচসেরা হয়েছেন।

পারো এফসির ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া করেছেন ১৯ গোল। সর্বাধিক ৭ গোল সাবিনার, ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার ৪টি ও মনিকার গোল সংখ্যা ২। প্রথমার্ধে ঋতুপর্ণাদের দল ১১-০ গোলে এগিয়ে ছিল।

পারো এফসির গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। আজও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বাংলাদেশের ফুটবলারের হাতেই।

সাত গোল করে ম্যাচ সেরা হয়ে সাবিনা খাতুন বলেন,‌ ‘গোল করছি ও দল জিতছে ভালো লাগছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ চলতি লিগে সাবিনার গোল সংখ্যা বিশের অধিক।