এক ম্যাচে ৫ মাইলফলক কোহলির

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৫:২৭ পিএম
বিরাট কোহলি। ফাইল ফটো

চলতি আইপিএলে ফর্মের তুঙ্গে আছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। দলের প্রয়োজনে উইকেটে পড়ে থেকে জয় এনে দিচ্ছেন আবার দলের স্বার্থে আগ্রাসী খেলতেও কম যান না। শনিবার (৩ মে) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ছিলেন কোহলি।

৩৩ বলে সমান ৫টি চার ও ছক্কায় ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোহলি। তার এই আগ্রাসী ইনিংসের ওপর ভর করেই ঘরের মাঠ চিন্নাসামী স্টেডিয়ামে ২১৩ রানের বড় সংগ্রহ পায় বেঙ্গালুরু। পরে চেন্নাইকে ২১১ রানে থামিয়ে দলটি জয় পায় ২ রানে। এমন জয়ের দিনে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার স্বীকৃতি কমলা টুপির মালিকও হলেন। এ ছাড়া তিনি গড়েছেন ৫টি মাইলফলক।

১) আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০ ছক্কা হাঁকালেন কোহলি। একটি দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির আগেই গড়েছিলেন তিনি। একক ফ্র্যাঞ্চাইজির হয়ে বেশি ছক্কার রেকর্ডে দুইয়ে ক্রিস গেইল (২৬৩)। এর পরে যথাক্রমে রোহিত শর্মা (২৬২), কিরন পোলার্ড (২৫৮) এবং মহেন্দ্র সিং ধোনি (২৫৭)।

২) গেইলের আরও একটি কীর্তি ভেঙে দিয়েছেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে একটি মাঠে সর্বাধিক ছয় মারার রেকর্ড এখন কোহলির দখলে। চিন্নাসামীতে ১৫৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই মাঠেই ১৫১ ছক্কা আছে গেইলের। এ ছাড়া বাংলাদেশের মিরপুরে ১৩৮টি ছক্কা আছে ক্যারিবিয়ান এই ব্যাটিং দানবের। এর বাইরে নটিংহ্যামে আলেক্স হেলসের ১৩৫টি এবং ওয়াংখেড়েতে রোহিত শর্মার ১২২টি ছক্কা রয়েছে।

৩) আইপিএলের ইতিহাসে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করলেন কোহলি। চেন্নাইয়ের বিরুদ্ধে ১ হাজার ১৪৬ রান করেছেন তিনি। এই তালিকায় দুইয়ে ওয়ার্নার। পাঞ্জাবের বিপক্ষে তার ১ হাজার ১৩৪ রান আছে। এছাড়া দিল্লি ও পাঞ্জাবের বিরুদ্ধে কোহলির যথাক্রমে ১ হাজার ১৩০ এবং ১ হাজার ১০৪ রান রয়েছে। ওয়ার্নার কেকেআরের বিরুদ্ধে ১ হাজার ৯৩ রান করেছেন। রোহিত শর্মা কেকেআরের বিরুদ্ধে ১ হাজার ৮৩ রান করেছেন।

৪) আইপিএলে এই নিয়ে আট মৌসুমে পাঁচ শ’র বেশি রান করলেন কোহলি। ওয়ার্নার ৭ বার ও লোকেশ রাহুল এই কীর্তি গড়েছেন ৬ বার।

৫) আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি ফিফটি করলেন কোহলি। চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ৯টি অর্ধশত রান ছিল শিখর ধাওয়ানের। গত কোহলি চেন্নাইয়ের বিপক্ষে তার দশম ফিফটি হাঁকিয়েছেন। এই দলের বিপক্ষে ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মারও ৯টি করে অর্ধশত রান রয়েছে।