মধ্যরাতে ফেসবুকে এনসিপি নিয়ে যা বললেন উমামা ফাতেমা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১১:০৯ এএম
উমামা ফাতেমা। ছবি: সংগৃহীত

সম্প্রতি গঠিত রাজনৈতিক দল এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সঙ্গে কোনো ধরনের ব্যক্তিগত বা সাংগঠনিক সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ উমামা ফাতেমা।

মঙ্গলবার (২৯ এপ্রিল)  রাত ১টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

উমামা লেখেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে। ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই।

তিনি লেখেন, তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।

এর আগে বিভিন্ন মহলে আলোচনা ছিল, উমামা ফাতেমা এনসিপির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকতে পারেন।