বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত ফারহান

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০২:২৬ পিএম
ফারহান বিন লিয়াকত।

স্টমাক ক্যানসারে আক্রান্ত ফারহান বিন লিয়াকত। বর্তমানে চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাইয়ের রয়েছেন। চেন্নাইয়ের অ্যাপোলো ক্যানসার হাসপাতালে তার চিকিৎসা চলে। কিন্তু চিকিৎসার বিপুল ব্যয়ভার তার পরিবারের একার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। তাই তিনি সবার কাছে সহযোগিতা চেয়েছেন।

ফরহান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে স্নাতক সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সম্প্রতি বিয়েও করেছেন তিনি। কিন্তু ১৫ জানুয়ারি ধরা পড়ে, স্টমাক ক্যানসারে (অ্যাডেনোকার্সিনোমা) ভুগছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছে চতুর্থ স্টেজে রয়েছেন তিনি। চিকিৎসার জন্য ৬০ লাখের বেশি টাকার প্রয়োজন।

এই বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া ফারহানের পরিবারের পক্ষে সম্ভব নয় কোনভাবেই। আপনার আর্থিক সাহায্যে বেঁচে যেতে পারে একটা জীবন। হাসি ফুটতে পারে আবার ওর কাছের মানুষগুলোর মুখে।

আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ

০১৮৪০৭৮৩২২৬ (অমিত প্রামাণিক)
০১৮৪২০৭৪৩৮৬ (সাবির নূর)
০১৬৮২০৭৯৬৫৭ (আদিব ইথার)
০১৬৮০৬৩৪২৮০ (আয়মান নুহাশ)