সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ কারণে তাকে রাতভর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আনিস আলমগীর প্রয়োজনীয় উত্তর দিতে ব্যর্থ হন। ফলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করা হয়েছে। যেহেতু বিষয়টি এখন আইনি পর্যায়ে রয়েছে, তাই তাকে রাতটি ডিবি কার্যালয়েই থাকতে হবে।
এর আগে একই রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সে সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।