বান্দরবানে সেনাপ্রধান

‘দেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, তাই করতে হবে’

বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ০২:৪৬ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

দেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, তাই করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করছি।”

রোববার (৭ এপ্রিল) বান্দরবানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। পাহাড়ের পরিস্থিতি পর্যবেক্ষণে রুমা ও থানচি উপজেলা পরিদর্শনে গেছেন সেনাপ্রধান।

শফিউদ্দিন আহমেদ বলেন, “বান্দরবানে অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ। এ সময় কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, “আপনারা হয়ত জেনেছেন, গতকাল (৬ এপ্রিল) রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময়মতো পাবেন।”

শফিউদ্দিন আহমেদ আরও বলেন, “ইনশাল্লাহ, জনগণের মধ্যে শান্তি ফিরে আসবে। তারা দেখতে পারবে যে সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে নাই। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে সক্ষম।”