ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, পরিবারের দাবির ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান জুমা। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে থেকেও এ তথ্য জানানো হয়।
জুমা জানান, ওসমান হাদিকর মরদেহ বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা করেছে। হিমাগারে মরদেহ রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।
তিনি বলেন, “পরিবারের দাবির ভিত্তিতে হাদীকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে শনিবার বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে।”
জুমা আরও বলেন, “ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবেন যাতে কোনও গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়।”
তিনি বলেন, “মরদেহ দেখার সুযোগ থাকবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।”